— আগামী দিনের সংগ্রাম —

লিখেছেন লিখেছেন Md Arif ১০ এপ্রিল, ২০১৪, ১০:২৩:১৪ রাত

শিরনাম :- সাইদীর আপিলের শুনানি শেষ।রায় যেকোনদিন।

পল্লির অনুভূতি :- ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই সবুজ ভূ-খন্ডে শহীদ মালেককে দিয়ে প্রথম শহীদি মিছিলের স্লোগান উঠেছিল। সেই থেকে আজ অবধি কত মালেক আর কত মুজাহিদ শিপন মাছুম নোমানি মানছূররা তোফায়েল মায়া আর বাপ্পাদিত্য বসুদের রক্ত পিপাসা মিটিয়ে মিছিলে শুধু যোগই দেইনি সাথে সাথে স্লোগানে স্লোগানে আকাশ পাতাল ভারী করেও তুলেছে বেশ। কিন্ত মহিয়ান গরিয়ান মহান প্রভু কেন যানি সেই মিছিলকে নেতৃত্ব সমৃদ্ধ করতে চেয়েছেন বলে মনে হচ্ছে। তাইতো বাছাই করে নিয়ে গেছেন তাঁর প্রিয় বান্দা শহীদ আব্দুল কাদের মোল্লা কে।হয়ত বাছাই করে রেখে দিয়েছন সাইদী নিজামী মুজাহিদদেরকেও। সেই পথেই বীরদর্পে এগিয়ে চলছেন মহান নেতৃবৃন্দ। নিশ্চই আল্লাহ মহা পরিকল্পনা কারী।

পল্লির প্রতিঙ্গা:- মহাকাল সাক্ষী যুগ যুগ ধরে অসত্যের বিরুদ্ধে সত্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়, জালিমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম চলে এসেছে। কালের প্রেক্ষাপট আর সময়ের দাবি অনুসারে সেই সংগ্রাম এখনো চলছে। যুগে যুগে যারাই জালিম কতৃক দন্ডিত হয়ে শাহাদাতের অমিয় সূধা পান করেছেন তাদের সকলেই জালিমের অন্যায় আচরনের স্বীকার। আর অন্যায়ের প্রতিবাদ করাই আমাদের ধর্ম। আমরা প্রতিবাদ করবোই করব।

পল্লির দৃষ্টি :- মানব জাতি হিসেবে আমাদের কাজ কি? মানব জাতি হিসেবে আমাদের কাজ হলো "আল্লহ্'র এই যমিনে সকল প্রকার অন্যায় অসত্যের ভীত ভেঙ্গে গুড়িয়ে দিয়ে সেখানে ন্যায় ও ইনসাফের ভীত রচনার বিরামহীন প্রচেষ্টা করা"। যেখানে এত বড কাজ মাথার উপর সেখানে নিছক প্রতিবাদ করতে গিয়ে শহীদ হওয়ার বাসনা বাতিলকে তার অত্যাচারের হাত সুদৃঢ় করার সুযোগ দানের নামান্তর নয় কি?

প্রিয় ভাইয়েরা আমি শহীদি মৃত্যুকে খাঁট করছিনা। বরং আমি বলছি শহীদ হওয়ার জন্য রণাঙ্গনে গিয়ে মৃত্যু বরন করার নাম শহীদি মৃত্যু নয় বরং গাজী হওয়ার জন্য রণাঙ্গনে গিয়ে মৃত্যু বরন করার নামই শহীদি মৃত্যু।

পল্লির শেষ অভিলাষ :- আল্লাহ পাক রাব্বুল আ'লামীন আমাদেরকে আগামমী দিনের সকল সংগ্রামে মৃত্যুভয়হীন অথচ বিজয়ের দৃঢ সংকল্পবদ্ধ হয়ে অন্যায়ের দাত ভাঙ্গা জবাব দেওয়ার তাওফিক দান করুন।

-পল্লি আরিফ

বিষয়: বিবিধ

৮৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205882
১০ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ দেশের সকল মুজাহিদকে হেফাজত করুন ,,আমিন
205927
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৬
নূর আল আমিন লিখেছেন : যারা বলে আল্লাম সাইদী খুনি ধর্ষণকারী আমি বলি তারা জারজ সন্তান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File